শিবগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক নেতাকে হত্যা
প্রতীকী ছবি
বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৫২) নামের এক ট্রাকশ্রমিক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে উপজেলার কিচক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম উপজেলার বেলাই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, কিচক বাজারে ছুরিকাঘাতের শিকার হন শহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
আরএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’