ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জুমার খুতবার আগে আহ্বান, নামাজ শেষে টিকা নিলেন ৫০০ মুসল্লি

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) আহ্বানে তাৎক্ষণিকভাবে করোনা টিকা নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের পাঁচশ মুসল্লি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে এই কর্মসূচি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রুহুল আমিন ও সিভিল সার্জন একরাম উল্লাহ উপস্থিত ছিলেন।

jagonews24

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য আহ্বান করেছিলাম। তারা হাত তুলে আমার এই আহ্বানে সাড়া দেন। পরে পাঁচশ মুসল্লি টিকা নিয়েছেন।

jagonews24

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জুমার নামাজের পর পর মসজিদের বারান্দায় মুসল্লিদের করোনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। উপস্থিত মুসল্লিরা জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বরের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে সানন্দে টিকা নেন। বিকেলে টিকাদান কার্যক্রম শেষ হয়।

টিকাদানের কার্ডে পরবর্তী টিকা গ্রহণের তারিখ লিখে দেওয়া হয়েছে বলেও জানান এডিএম রুহুল আমিন।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম