ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বাকওয়াজ দাবিতে আন্দোলনের চেষ্টা করলে আ’লীগ প্রতিরোধ গড়ে তুলবে’

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট ও সংসদ তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলেছে। তাই সেটির সুযোগ নাই। এসব বাকওয়াজ দাবি তুলে আন্দোলনের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবেন।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইনের দাবি করা হয়েছিল। সেটি করা হয়েছে। এখন বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের কথা। আমি স্পষ্ট করে বলতে চাই, সুপ্রিম কোর্ট ও সংসদ তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলেছে। তাই সেটির সুযোগ নেই। এসব বাকওয়াজ দাবি তুলে আন্দোলনের চেষ্টা করলে আওয়ামী লীগের কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবেন।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া প্রমুখ।

আগামী ১২ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে বলে মন্ত্রী জানান।

আবুল হাসনাত মো. রাফি/এমএইচআর