ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউনিয়ন পরিষদের আঙিনা-বারান্দায় বাজার

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুর জেলার শ্রীপুরে গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের আঙিনায় সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বাজার বসে। আর তা ছাড়িয়ে যায় পরিষদের বারান্দায়। ফলে প্রতি সপ্তাহের এ দুদিন ভোগান্তিতে পড়তে হয় পরিষদে সেবা নিতে আসা লোকজনকে।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) হাটবারদিন বিকেলে কথা হয় ব্যবসায়ী চান মিয়া মোড়লের সঙ্গে। তিনি বলেন, আমি এখানে ৩০ বছর যাবত অস্থায়ী দোকান করে আসছি। চোখের সামনেই দেখেছি, বাজারের দিনে ইউনিয়ন পরিষদে যারা আসেন তাদের চলাচলে অনেক সমস্যা হয়। কিন্তু আমাদের বিকল্প জায়গা না থাকায় পরিষদের আঙিনায় দোকান করছি। বিকল্প জায়গা তৈরি করে দিলে আমরা এখান থেকে দোকান সরিয়ে নেব।

আরেক ব্যবসায়ী আবু তাহের বলেন, অন্য জায়গার ব্যবস্থা না থাকায় আমি তিন বছর যাবত পরিষদের বারান্দায় ব্যবসা করছি। পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলায় নদী সংলগ্ন এলাকায় সুন্দর পরিবেশে বাজার করে দেওয়া হয়েছে সরকারি উদ্যোগে। আমরাও পরিষদ থেকে বাজার সরিয়ে নিতে চাই, তবে আমাদেরকে সুন্দর পরিবেশে সরকারি উদ্যোগে বাজার করে দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে বাজারের ইজারাদার মুসা মোড়ল জাগো নিউজকে বলেন, মূলত জায়গা নেই বলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। বহু বছর ধরেই এখানে বাজার বসে।

jagonews24

এ বিষয়ে বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি বোরহান উদ্দিন মোড়ল জাগো নিউজকে বলেন, আমরা বাজার কমিটির দায়িত্বশীলরা শিগগির বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে বসে সিদ্ধান্ত নিবো। পরিষদের পেছনে ভরাট করে বাজার স্থানান্তর করা হবে।

কতদিনের মধ্যে করা হবে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

এ বিষয়ে গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন জাগো নিউজকে বলেন, এখানে এমন ভাবে প্রায় ১০০ বছর ধরে বাজার বসছে। পরিষদের পেছনে নদী সংলগ্ন প্রচুর জমি রয়েছে। এখান থেকে বাজার সরিয়ে নেওয়ার চেষ্টা আমরা করছি। প্রতিদিন অনেকেই সরকারি সেবা নিতে আসে পরিষদে। বিশেষ করে বাজারের মধ্যে নারীদের সমস্যা তৈরি হয় বেশি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান আমি এবার নির্বাচিত হয়েছি। সম্প্রতি শপথ নিয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বাজারটি ইউনিয়ন পরিষদের আঙিনা থেকে সরানোর বিষয়ে কথা বলেছি। তিনি পরিদর্শনের সমস্যাটির সমাধান করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। পরিষদের আঙিনা থেকে বাজারটি অন্য জায়গায় সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এমএস