গাইবান্ধা শহর জুড়ে বোমা আতঙ্ক
বোমা রাখার হুমকি দিয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের মোবাইলে এক ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গোটা শহরের মানুষ ছোটাছুটি করতে থাকেন।
এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আদালত চত্বর থেকে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে বাইরে সরিয়ে দেন। এ সময় পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও আদালত চত্বরে উপস্থিত হন।
গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে বা আদালত চত্বরে বোমা রাখা হয়েছে দাবি করে অপরিচিত এক মোবাইল নং থেকে তার মোবাইলে একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়। এরপর পুলিশের পক্ষ থেকে গোটা আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয় ও এর আশপাশ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে কোথাও কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। এটি একটি গুজব। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।
অমিত দাশ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ২ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৩ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা
- ৪ যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- ৫ ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই’