মির্জাপুরে অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘর পুড়ে ছাই
টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে চেনু মিয়া নামে এক দিনমজুরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইমরান খান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা কয়েকজন বন্ধু দেওহাটা থেকে মির্জাপুর সদরে আসছিলাম। এসম মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকার উত্তরপাশের একটি বাড়িতে আগুনের লেলিহান দেখতে পাই। পরে ওইস্থানে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে বালি ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে বসতঘরসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। রাত নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এস এম এরশাদ/কেএসআর