ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গলায় ট্যাবলেট আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০১ মার্চ ২০২২

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ওষুধ আটকে আয়েশা আক্তার নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু আয়েশা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহুয়াকুড়ি গ্রামের আমিনুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটির ডায়রিয়া হয়েছিল। তার মা চাঁদনী বেগম ডায়রিয়ার ওষুধ মেট্রোনিডাজল ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। ট্যাবলেটের চার ভাগের এক ভাগ পানি দিয়ে খাওয়াতে গেলে শিশুটির গলায় আটকে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার মুনছুর আলী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর/এমএস