ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নারী নিহত

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০১ মার্চ ২০২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে রুপালী রানী (২৯) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুপালী উপজেলার সাপামারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের সুজন শীলের স্ত্রী।

গেবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দুইটি বাস প্রতিযোগিতামূলকভাবে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে চাপড়ীগঞ্জ এলাকায় সরকার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে রুপালী রানী নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে গোবিন্দঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

জাহিদ খন্দকার/আরএইচ/এমএস