ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাওনা টাকার জন্য গৃহবধূকে মারধর

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০২ মার্চ ২০২২

লক্ষ্মীপুরে পাওনা টাকা দিতে না পারায় গৃহবধূ পাখি বেগমকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১মার্চ) রাত ১১টার দিকে পাখি প্রতিবেশী পারুল বেগমসহ ৫ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে সন্ধ্যায় লাহারকান্দি গ্রামে এ মারধরের ঘটনা ঘটেছে।

আহত পাখি সদর উপজেলার লাহারকান্দি গ্রামের ডেকোরেশনের বাবুর্চি মিজানুর রহমানের স্ত্রী। অভিযুক্ত পারুল একই এলাকার আবদুস শহিদের স্ত্রী।

অভিযুক্ত অন্যরা হলেন- পারুলের ছেলে রাশেদ, রাজু, মেয়ে সুমা আক্তার ও আত্মীয় আমেনা বেগম।

অভিযোগে বলা হয়, পাখি পারুল বেগমের কাছ থেকে ৫ হাজার টাকার ধার নিয়েছিলেন। এছাড়াও তিনি একটি এনজিও থেকে ১৫ হাজার টাকা পারুলের মাধ্যমে ঋণ নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও অভাব অনটনের সংসারে টাকাগুলো ফেরত দেওয়া সম্ভব হয়নি। টাকা না দিতে পারায় ভয়ে পাখি অনেক সময় স্বপরিবারে বাড়িছাড়া ছিলেন। তখন পারুল তার ঘর থেকে আসবাবপত্র নিয়ে গেছেন।

সম্প্রতি পাখি বাড়িতে এসে পারুলকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পূর্ব নির্ধারিত সময়ে মঙ্গলবার সন্ধ্যায় ৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করায় পারুল ও তার স্বজনরা পাখির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পাখিকে এলোপাথাড়ি কিল-ঘুসি মেরে আহত করেন। পাখি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/জেআইএম