ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাতের আঁধারে মাটি কেটে ৩ লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৯:১৯ এএম, ০২ মার্চ ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শওকত হোসেন নামে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকার থ্রি-স্টার এন্টারপ্রাইজের মালিক মো. শওকত হোসেন গত কয়েকদিন ধরে রাতের আঁধারে খনন যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে গোড়াই খামারপাড়া এলাকায় বংশাই নদীর পাড় কেটে ডাম্পট্রাকে করে অন্যত্র বিক্রি করছিলেন।

এ খবর পেয়ে সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এসময় মাটিভর্তি দুটি ডাম্পট্রাক আটক করেন এবং মঙ্গলবার সন্ধায় ব্যবসায়ী শওকত হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস এম এরশাদ/এফএ/এমএস