ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো সাবেক মেম্বারের

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০১:১৫ পিএম, ০২ মার্চ ২০২২

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২ মার্চ (বুধবার) সকাল ১০টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেজাউল করিম উপজেলার গোপালবাড়ী এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়নের সাবেক মেম্বার।

স্থানীয় সূত্র জানায়, সকালে রেল সড়ক ধরে হাঁটছিলেন রেজাউল করিম। একপর্যায়ে কোনো একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রেজাউল করিমের মৃত্যু হয়।

এ বিষয়ে বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ/এমএস