কালীগঞ্জে গজারি গাছ ভর্তি পিকআপ জব্দ, চালক আটক
গাছ ভর্তি পিকআপ জব্দ করা হয়
গাজীপুরের কালীগঞ্জে গজারি গাছ ভর্তি একটি পিকআপ ভ্যান জব্দ করেছেন স্থানীয়রা। পরে চালকসহ উদ্ধার হওয়া ভ্যান পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহার ইসলাম।
পিকআপচালক সুজন মিয়া (২৫) নরসিংদী সদর উপজেলার সংগীতা এলাকার মো. গোলাপ মিয়া ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের আজমতপুরে চৌরাস্তা থেকে গজারি গাছসহ একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৩-৫২৮৭) জব্দ করেন স্থানীয়রা। পরে চালকসহ ভ্যানটি টহলরত পুলিশের কাছে সোপর্দ করলে রাতেই থানায় নিয়ে আসা হয়।
চালকের বরাত দিয়ে মো. মাজহার ইসলাম জানান, গাজারি গাছ ভর্তি পিকআপ ভ্যানটি শ্রীপুর থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। সন্দেহ হলে পথে স্থানীয় জনতা সেটি জব্দ করেন।
আব্দুর রহমান আরমান/আরএইচ/জেআইএম