ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে ৫৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০২ মার্চ ২০২২

বগুড়ার শেরপুরে মাটি ভর্তি ডাম্প ট্রাক থেকে ৫৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২মার্চ) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আমিনুল ইসলাম ও আনিছুর রহমানের একটি পুকুর থেকে এক মাটি ব্যবসায়ী ডাম্প ট্রাকে করে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছিলেন। তার কাছ থেকে মাটি কিনে শাহজাহান আলী নামের এক ব্যক্তি বাড়ির উঠানে দিচ্ছিলেন। উঠানে মাটি ফেলার সময় একটি মূর্তি বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন এসে ভিড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ হোসেন জানান, মূর্তিটি উদ্ধারের পর থানা হেফাজতে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

আরএইচ/জিকেএস