হিলিতে খোলা সয়াবিনে মেশানো হচ্ছে বোতলের তেল
লাভ কম হওয়ায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছেন না হিলির ব্যবসায়ীরা
দিনাজপুরের হিলিতে বেশি লাভের আশায় খোলা সয়াবিনের সঙ্গে বোতলজাত সয়াবিন তেল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। তারা বলছেন, বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেশি। তাই তারা বোতলের তেল মিশিয়ে বিক্রি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হিলি বাজারে পাঁচ লিটার সয়াবিন ৮০০, তিন লিটার ৫১০, দুই লিটার ৩৪০ আর এক লিটার ১৭০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে খোলা সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকায়।
সজিব হোসেন নামের এক ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, ‘এক লিটার খোলা সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি করা হচ্ছে।’

রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, পাঁচ লিটার সয়াবিনে থাকে সাড়ে চার কেজি তেল। বোতলে বিক্রি না করে খোলা সয়াবিন মিশিয়ে বিক্রি করলে ২৫ টাকা বেশি লাভ হবে।
হিলি বাজারে তেল কিনতে আসা আহমেদ আলী জাগো নিউজকে বলেন, ‘হঠাৎ করেই বাজার থেকে পাঁচ লিটার, তিন লিটার সয়াবিন তেলের বোতল উধাও। আবার খোলা সয়াবিনের দাম বেশি। ক্রেতারা বিপাকে পড়েছেন।’

অনেক ক্রেতা জাগো নিউজের কাছে অভিযোগ করে বলেন, দোকানে তিন ও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল থাকার পরও বিক্রি করছেন না দোকানদাররা। কেউ কেউ ১ লিটারের দাম ১৯০ টাকা হাঁকাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, বাজারে খোলা সয়াবিন তেলের দাম বেশি হওয়ায় তারা পাঁচ লিটার বোতল খুলে খোলা সয়াবিন মিশিয়ে বিক্রি করছেন।
মাহাবুর রহমান/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ
- ২ ‘বাপু, গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম’
- ৩ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৫ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার