বিয়ে করে ইতালি যাওয়া হলো না নাজমুলের
ইতালি প্রবাসী নাজমুল রহমান
কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রাকের চাপায় আহত ইতালি প্রবাসী নাজমুল রহমানের (২৭) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নাজমুলের মামাশ্বশুর মিলাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাজমুল ভৈরব উপজেলার শুম্ভুপুর স্টেডিয়াম পাড়ার সাইদুর রহমানের ছেলে। ইতালি থেকে ছুটিতে দেশে এসে আমার ভাগনিকে বিয়ে করে। বিয়ের তিন মাস পার না হতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো সে। ছুটি শেষে দুদিন পরই ইতালি যাওয়ার ফ্লাইট ছিল তার। কিন্তু আর যাওয়া হলো না। স্বামীকে হারিয়ে আমার ভাগনিও ভেঙে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১ মার্চ সন্ধ্যায় নাজমুল রহমান ও জুবায়ের দুই বন্ধু চা পান করতে মোটরসাইকেল নিয়ে বের হন। সে সময় হঠাৎ উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় দুজনকেই ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে নাজমুল রহমান মারা যান। অন্যদিকে জুবায়েরকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসীর মৃত্যুর বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/এএসএম