ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আধা ঘণ্টায় তিন পরিবারের সব শেষ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০২:০৩ এএম, ০৪ মার্চ ২০২২

বছরের পর বছর ধরে সাজানো সংসার। কিন্তু সেই সংসার শেষ হয়ে গেলো মাত্র আধা ঘণ্টায়। এই তিন পরিবারের সব স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় চককীর্তি ইউনিয়নের টিকটিকি পাড়া গ্রামের আজিজুলসহ তিনজনের বসতবাড়ি।

আজিজুল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথমে রান্না ঘর থেকে আমার বাড়িতে আগুন লাগে। পরে পাশের সাইদুর রহমান ও হামিদের বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের তিন পরিবারের ক্ষতি হয়েছে প্রায় ১০-১২ লাখ টাকার।

jagonews24

এদিকে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিঞা।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার সিরাজ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ৩০ মিনিটে চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তিন পরিবারের প্রায় ১১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

সোহান মাহমুদ/জেডএইচ/