ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে ইজিবাইকের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৪ মার্চ ২০২২

জামালপুরের মাদারগঞ্জে ইজিবাইকের ধাক্কায় হাবিবা (৯) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা পৌরসভার বালিজুড়ী পূর্বপাড়া এলাকার তোলা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্র জানায়, দুপুরে মামির সঙ্গে সড়ক পার হওয়ার সময় বালিজুড়ী বাজার থেকে আসা মালবোঝাই ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর হাসানুজ্জামান সাগর এর সত্যতা নিশ্চিত করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী জাগো নিউজকে বলেন, বিষয়টি আমরাও শুনেছি, তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/জেডএইচ/