সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
ফাইল ছবি
সিরাজগঞ্জে বাসচাপায় রাইজুদ্দিন (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) সকালে বঙ্গবন্ধুর সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাইজুদ্দিন সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের মৃত ময়দান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে কড্ডার মোড়ের দিকে যাচ্ছিলেন রইজুদ্দিন। সয়দাবাদ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে