ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৫ মার্চ ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

jagonews24

শ্রদ্ধা নিবেদন শেষে বিজিবি প্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এই বাহিনীকে সৃষ্টি করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীকে ত্রিমাত্রিক এবং নবজীবন দান করেছেন।

তিনি বলেন, এখন আমরা জলে, স্থলে এবং আকাশপথে অপারেশন পরিচালনার সক্ষমতা অর্জন করেছি। প্রধানমন্ত্রী এই বাহিনীকে যুগোপযোগী করেছেন আধুনিকায়নের মাধ্যমে।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান/এএইচ/জিকেএস