বিয়েবাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
যুবক লক্ষণ রায়
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লক্ষণ রায় (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত লক্ষণ রায় সাইতাড়া গ্রামের কালীপদ রায়ের ছেলে ও দিনাজপুর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
খোঁজ নিয়ে জানা যায়, ছোট বেলা থেকে স্বপ্ন ছিল লক্ষণ রায় ইলেকট্রিক কাজ শিখে ভালো কিছু করবেন। তাই পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি ডেকোরেটরে দোকানে ইলেকট্রিক কাজ শিখছিলেন। দুদিন আগে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে তিনি ইলেকট্রিক কাজের দায়িত্ব পান।
শনিবার দুপুরে বিয়েবাড়িতে কাজের একপর্যায়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, আমি এ বিষয়ে শুনেছি। তবে এখনো থানায় এই ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
এমদাদুল হক মিলন/এসজে/এমএস