নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাবো পৌরসভা এলাকায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।
শনিবার (৫ মার্চ) রাত ৯টায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিকদার অ্যাপারেলস গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর