ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেলপথে ভারত থেকে ভুট্টা আমদানি

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৬ মার্চ ২০২২

দেশের বাজারে চাহিদা বাড়ায় দীর্ঘ পাঁচমাস পর দিনাজপুরের হিলিতে রেলপথ দিয়ে ভারত থেকে ভুট্টা আমদানি শুরু করেছে সুমন অ্যান্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। ভারতের বিহার রাজ্য থেকে এসব ভুট্টা আমদানি করা হচ্ছে।

গত ১ ও ৪ মার্চ ভারতের দর্শনা রেলবন্দর দিয়ে ভুট্টাবোঝাই ৪১টি ওয়াগন হিলি রেলস্টেশনে পৌঁছায়।

jagonews24

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী রেলপথ দিয়ে ভারত থেকে ভুট্টা আমদানির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

স্টেশন সূত্রে জানা গেছে, হিলি স্টেশনে গত কয়েকদিনে রেলপথে ৪১টি ওয়াগনে দুই হাজার ৪১৭ মেট্রিক টন ভুট্টা আমদানি হয়েছে। দীর্ঘ পাঁচমাস পর হিলি রেলস্টেশন দিয়ে ভারত থেকে রেলপথে ভুট্টা আমদানি শুরু হয়েছে।

jagonews24

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জাগো নিউজকে বলেন, ভারত থেকে রেলপথে ভুট্টা আমদানি শুরু হয়েছে। সুমন অ্যান্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভুট্টা আমদানি করছে।

মো. মাহাবুর রহমান/এসআর/জিকেএস