ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জানাজায় যাওয়ার পথে নিজেই হলেন লাশ

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৭ মার্চ ২০২২

জানাজায় যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কায় আবু জাফর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর নন্দীগ্রাম এলাকার ফোকপাল গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে নিমগ্রামে একজনের জানাজায় যাচ্ছিলেন আবু জাফর। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আবু জাফর। এ সময় খাদিজা বেগম (৩০) নামে এক ভ্যানযাত্রীও আহত হন।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে আবু জাফর মারা যান।

নন্দীগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসজে/এএসএম