ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিন চোর গ্রেফতার, ১৩ মোটরসাইকেল উদ্ধার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৭ মার্চ ২০২২

নাটোর ও পাবনার বিভিন্ন জায়গায় টানা ছয়দিন অভিযান চালিয়ে ১৩টি মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোর গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলি এলাকার আব্দুল মজিদের ছেলে আল আমিন হিরা, পাবনার চাটমোহরের হরিপুর মোমিনপাড়ার সাখাওয়াত হোসেন পলাশ ও সিংড়ার রওদিচামারী থেকে নিবারণ চন্দ্র সরকারের ছেলে নির্মল সরকার।

jagonews24

সোমবার (৭ মার্চ) সকালে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরিফুজ্জামান নামে একজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চারটি টিম গঠন করে জেলাব্যাপী অভিযানে নামে পুলিশ। রোববার (৬ মার্চ) জেলার গুরুদাসপুরের নওপাড়া বাজার থেকে আল আমিন হিরা নামের চোরচক্রের এক সদস্যকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সিধুলি এলাকার আব্দুল মজিদের ছেলে।

jagonews24

পরে তার দেওয়া তথ্যমতে সাখাওয়াত হোসেন পলাশ ও নির্মল সরকারের বাড়ি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আরও ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এসপি লিটন কুমার সাহা বলেন, উদ্ধার ১৩ মোটরসাইকেলের মধ্যে তিনটির মালিকের ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। আদালতের মাধ্যমে এগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম