ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কে নিহত স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছেন স্বামী

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৭ মার্চ ২০২২

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় আরতি রানি (৪০) নামের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর এক নারী মারা গেছেন। তিনি ভ্যানযোগে মেয়ে জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

এ ঘটনায় ওই নারীর স্বামী সুনীল গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তারা জয়পুরহাট জেলার পাঁচবিবির বাসিন্দা।

সোমবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে কলেজবাজার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রাজবাড়ী এলাকা থেকে মেয়ে জামাইয়ের বাড়ি থেকে নিজেই ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন।
পথে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক এলাকায় পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরতি রানি মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুনীলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ওসি সুমন কুমার মহন্ত জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

মাহাবুর রহমান/এসআর/এএসএম