স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো ছাত্রের প্রাণ
ঘাতক ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা
দিনাজপুরের চিরিরবন্দরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় আশিকুর রহমান বাবু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে। সে উপজেলার এজেড স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, আশিকুর রহমান বাবু বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই বাবু মারা যায়।
এ ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর চালায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘাতক ট্রাক ও চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস