ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাংবাদিক বুলবুলের বাবার দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৮ মার্চ ২০২২

অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের শিফট ইনচার্জ (জ্যেষ্ঠ সহ-সম্পাদক) বুলবুল আহমেদের বাবা মো. আব্দুর রহিমের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বাদ মাগরিব সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে মরদেহ কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজ পড়ান মাওলানা ইসহাক আলী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবদুল আউয়াল। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

jagonews24

এর আগে মঙ্গলবার (৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতাল থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন মো. আব্দুর রহিম। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা ও লিভার ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

গত সোমবার (৭ মার্চ) তাকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে আব্দুর রহিমকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। দুপুরে তাকে নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুরের কান্দাপাড়ার দিকে রওনা হলে পথেই তিনি মারা যান।

আরএইচ/এএসএম