ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় ছাত্রী অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:০২ পিএম, ০৮ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জুয়েল (৪৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। গ্রেফতার জুয়েল ফতুল্লার মাসদাইর ঈদগাহ মাঠ এলাকার আলতাফ ভিলায় ভাড়া থেকে উইন্ডো নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার পরীক্ষার খাতা দেখানোর কথা বলে ওই ছাত্রীকে ফোন করে বাসা থেকে কোচিং সেন্টারে ডেকে নেন জুয়েল। এরপর ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান জুয়েল। বাসায় ফিরতে দেরি হওয়ায় ছাত্রীর বাবা শিক্ষক জুয়েলকে ফোনে জিজ্ঞাসা করলে হুমকি দিয়ে তিনি কাউকে না জানাতে বলেন। জানাজানি ওই ছাত্রীর ক্ষতি হবে বলে হুমকি দিন তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মামলার পর ওই শিক্ষককে গ্রেফতার করে ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম