দেশের ৬০ ভাগ যুবক বেকার: চরমোনাই পির
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। যে কোনো সময় আমরা শতভাগ পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো।
মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় এলাকায় ফোর স্টার কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পির আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আজ প্রায় ৬০ ভাগ যুবক বেকার। যার দরুণ আজ তারা অপরাধের সঙ্গে জড়িত। সরকারের কাছে অনুরোধ অতিদ্রুত বেকারমুক্ত সমাজ গড়তে ঘুস ও দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা করুন।’
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসাইন জিহাদী, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি