ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেশের মানুষ ভালো আছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:২২ পিএম, ১১ মার্চ ২০২২

সরকার সঠিকভাবেই দেশের সব কাজ পরিচালনা করছে মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিকভাবে দেশ চলছে বলেই বাংলাদেশের মানুষ ভালো আছে। শুধু বিএনপি ভালো নেই। দেশের মানুষ ভালো থাক, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাক, দেশের মানুষ সাহসিকতার সঙ্গে প্রত্যেকটির চ্যালেঞ্জ মোকাবিলা করুক এটা বিএনপি চায় না।

শুক্রবার (১১ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিএনপি ক্যানসার আক্রান্ত দল বলে মন্তব্য করে তিনি বলেন, মানুষের কোনো অঙ্গে ক্যানসার হলে যেমন অঙ্গটি কেটে ফেলতে হয় তেমনি বিএনপির রাজনৈতিক ক্যানসার সারতে হলে সরকার বরাবর আবেদন করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার যখন ভোজ্যতেল ও দ্রব্যের শুল্ক প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে, তখন বিএনপি বলছে শুধু জিনিসপত্রের দাম কমালে হবে না, আমাদের স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে। এই হচ্ছে বিএনপির ভাওতাবাজির রাজনীতি।

সকালে উপজেলা পরিষদের হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইসিস ও থেলাসেমিয়া রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছারের সভাপতিত্বে ও শিক্ষক রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান।

আলোচনা শেষে প্রধান অতিথি ২৬ জন উপকারভোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৩ লাখ টাকার চেক বিতরণ করেন। পরে তিনি উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে ধর্মপুর ইউনিয়নের চৌধুরী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, বীর নিবাস কাজের পরিদর্শন, রাস্তা পাকাকরণ উদ্বোধন, কালিয়াগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম