প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
পাবনায় প্রাইভেটকারের ধাক্কায় সাইদুল ইসলাম (২২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওয়াপাড়া গ্রামের গোলজার হোসেন ওরফে গোল্লার ছেলে।
পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-হাসান জাগো নিউজকে জানান, পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বড়মাটিয়াবাড়ি গ্রামের শাজাহান আলীর বাড়িতে কাজ করতেন সাইদুল ইসলাম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইসাইকেলযোগে টেবুনিয়া বাজারে দুধ বিক্রি করতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একে জামান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ