ড্রামে ড্রামে সয়াবিন তেল মজুত, জরিমানা গুনলেন দোকানি
লক্ষ্মীপুর সদর উপজেলায় ড্রামে ড্রামে সয়াবিন তেল মজুত রাখায় আবুল হোসেন নামে এক দোকানির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ জরিমানা আদায় করেন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোড এলাকায় অভিযান চালিয়ে নিউ আল-আমিন স্টোরের গোডাউনে ৬০ ড্রাম সয়াবিন তেল মজুতের সত্যতা পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুতের অপরাধে দোকান মালিক আবুল হোসেনকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ইমরান হোসেন জাগো নিউজকে বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীলের চেষ্টা করছে এমন অভিযোগ ছিল। তাই অভিযান চালানো হয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চলমান থাকবে।
কাজল কায়েস/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে