ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের হামলা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৩ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে পরিচালিত অভিযানে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৩ মার্চ) দুপুরে উপজেলার কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় তিতাস গ্যাসের বিচ্ছিন্ন টিমের ওপর হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন অবৈধ গ্যাস ব্যবহারকারীরা। সেইসঙ্গে টিমের মাটিকাটা শ্রমিকদেরও মারধর করেন তারা।

কয়েকজন অবৈধ গ্যাস ব্যবহারকারীর ভাষ্য, ‘আমরা কেউ জমি বিক্রি করে, কেউ স্বর্ণালংকার বিক্রি করে, কেউ ঋণ করে লাখ লাখ টাকা দিয়ে গ্যাস সংযোগ নিয়েছি। কয়েকদিন আগেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিলে পুনরায় সংযোগের জন্য মোটা অংকের টাকা দিয়েছি। এখন আবার সংযোগ বিচ্ছিন্ন করবে। পুনরায় সংযোগের জন্য আবার মোটা অংকের টাকা দিতে হবে। তাই আমরা বাঁধা দিয়েছি।’

jagonews24

তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, ‘কাঞ্চন পৌরসভায় তিনটি পয়েন্টে ছয় হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে সেগুলো বিচ্ছিন্ন অভিযান শুরু করা হয়েছে। দুই হাজার সংযোগ বিচ্ছিন্নও করা হয়। এরপর অভিযানের খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রাম থেকে পাঁচ শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে অভিযানে বাধা দেন। মহাসড়ক অবরোধ করে দুইটি গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করেন। পরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে যত বাধাই আসুক না কেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের এ কর্মকর্তা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস