ধুনটে দুই মামলায় আসামি ৭০
প্রতীকী ছবি
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ধুনট থানায় পৃথক মামলা করেন।
এক পক্ষের মামলায় বাদী হয়েছেন উপজেলার ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পাকুড়িহাটা গ্রামের গাজিউর রহমান। ওই মামলায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলমসহ ৪১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
অপর পক্ষের মামলায় বাদী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনসহ ২৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক বলেন, থানায় মামলা দায়ের বিষয়টি জানতে পেরেছি। তবে দায়ের করা মামলাটির আরজির কোনো সত্যতা নেই।
আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আসিফ ইকবাল সনি বলেন, দলের নেতাকর্মীদের মাঝে একটি বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি। কিন্তু ওই ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না। তারপরও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা আরজি দিয়ে মামলা করা হয়েছে।
ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি জানান, সম্মেলনে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। ছাত্রলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযুক্ত করে মামলা করি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পৃথক দুটি মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএইচ/এমএস