আজকের ক্রীড়াবিদরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে: শিক্ষামন্ত্রী
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
আজকের ক্রীড়াবিদরাই ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১৪ মার্চ) সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করবেন। সেই লক্ষ্য নিয়ে যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সে সময় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো। সেটি শুধুমাত্র একজন রাষ্ট্র প্রধানের হত্যাকাণ্ড নয়, বাংলাদেশ নামক রাষ্ট্রটির চরিত্র ও বৈশিষ্ট্য সবকিছু পাল্টে ফেলে আবার সেই পাকিস্তানের অন্ধকারে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা করা হলো, জয় বাংলা নিষিদ্ধ হলো, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ হলো। আমরা একটা নষ্ট পচা ভ্রষ্ট সময়ের মধ্য দিয়ে ২১টা বছর বাধ্য হলাম এই দেশে জীবন-যাপন করতে।
তিনি আরও বলেন, আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন করোনার কারণে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার কারণে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলো।
শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মার্চ মাসে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে অংশ নেওয়া সব শিক্ষার্থী ও শিক্ষককে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এমদাদুল হক মিলন/এসজে/এমএস