সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই: ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
বগুড়ার সারিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় এক ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার জোড়গাছা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাক মিয়াকে (৬৫) ধরতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামে যায় পুলিশ। এসময় কয়েকজন দুষ্কৃতকারী আসামির পক্ষ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি রাজ্জাককে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় গতকাল রাতেই ১১ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় পরে ওই রাতে আবার জোড়গাছা গ্রামে অভিযান চালানো হয়। এসময় আসামি রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অন্য আসামিরা হলেন- একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা হামিদ (৫০), আব্দুর রহমানের ছেলে ওমর আলী (৪৫), মৃত ওয়াহেদ আলীর ছেলে সাফি আলম (৩৫) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (৩৮)। এই মামলার অন্য আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ওই ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছিনতাই আসামি এবং এর সঙ্গে জড়িতদের ওই রাতেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এমআরআর/এএসএম