ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে অস্থির মসলার বাজার

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৫ মার্চ ২০২২

রোজার আগে চাহিদা বেশি থাকায় ময়মনসিংহে বেড়েছে মসলার দাম। তবে, অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডালের দাম।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর প্রধান বাজার মেছুয়া বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

মেছুয়া বাজারের মো. ইব্রাহিম স্টোরের বিক্রেতা ইব্রাহিম বলেন, বাজারে মসলার আমদানি কম। তাই দাম কিছুটা বেড়েছে। তবে কিছু কিছু মসলার দাম আবার কমতে শুরু করেছে।

jagonews24

তিনি আরও বলেন, মরিচের গুড়া ৪০ টাকা বেড়ে ১৭০, হলুদের গুড়া ১০ টাকা বেড়ে ১৪০, ধনের গুড়া ৩০ টাকা বেড়ে ১৪০, হাইব্রিড জিরা ৩০ টাকা বেড়ে ৭০, পাকনায়া জিরা ৫০ টাকা বেড়ে ৩৭০, এলাচি ২০০ টাকা বেড়ে এক হাজার ৮০০, লং ১০০ টাকা বেড়ে এক হাজার ১০০, তিশি ১৩০, কাঁচা বাদাম ১৫ টাকা বেড়ে ৩৫, সরিষা ১০ টাকা বেড়ে ৯০, তোকমা ৭০, তিল ১৪০, সাদা সরিষা ১০০, কালোজিরা ২৮০, পাঁচপুরণ ২০ টাকা ১৮০, তেজপাতা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ডালের দাম অপরিবর্তিত রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশি মসুর ডাল ১১০, ক্যাঙ্গারু মসুর ডাল ১২০, ফুটবল মসুর ৯৫, ভাঙা মসুর ৯০, মুগডাল ১২০, ভাঙা মাসকলাই ১১২, মাসকলাই ডাল ৮০, খেসারি ৭০, বুট ৭০, অ্যাংকার ৫২, ছোলা বুট ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেরসরকারি চাকরিজীবী ইসমাইল হোসেন বলেন, সরকার সয়াবিন তেলের শুল্ক মওকুফের পর দাম কিছুটা কমেছে। একই সঙ্গে কমেছে পেঁয়াজ-রসুনের দাম। বিভিন্ন মসলার দাম বাড়লেও প্রশাসনের তদারকি তেমন চোখে পড়ে না। বাজার নিয়মিত মনিটরিং করলে হয়তো বাজার নিয়ন্ত্রণে আসত।

jagonews24

একই বাজারের মাসুদ মিয়া বলেন, দেশি পেঁয়াজ পাঁচ টাকা কমে ৪০, ভারতীয় ৩৫, দেশ রসুন পাঁচ টাকা কমে ৩৫, ভারতীয় রসুন ১২০, আদা পাঁচ টাকা কমে ৬০ এবং শুকনা মরিচ ১৬০ কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার মনিটরিংয়ের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সম্প্রতি বাজার মনিটরিং শুরু হয়েছে। তবে, আরও জোরদার করা হবে।

মঞ্জুরুল ইসলাম/এএইচ/এএসএম