ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২২

বান্দরবানের টংকাবতিতে সন্ত্রসীদের গুলিতে জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুনর্বাসন চাকমা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জলন্ত তঞ্চঙ্গ্যা উপজেলার হণরা মৌজার থাংলুং পাড়া এলাকার রাম তঞ্চঙ্গ্যার ছেলে।

টংকাবতি ইউনিয়নের চেয়ারম্যান মাংয়াং ম্রো জানান, টংকাবতি রেঞ্জ অফিসের দক্ষিণে পুনর্বাসন চাকমা পাড়া এলাকায় একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি টংকাবতি এলাকার বাসিন্দা না হওয়ায় সঠিক পরিচয় পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহতের সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম