ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যকে গুলি

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৫ মার্চ ২০২২

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী সদস্য নিলুফা বেগম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে জমি নিয়ে সংঘর্ষের জেরে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকার শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে শহরের সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঠপট্টি এলাকার কয়েকজনের সঙ্গে ওই নারী ইউপি সদস্যের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে নিলুফা থামাতে গেলে তার পায়ে গুলি করা হয়।

নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী বলেন, তার পায়ে গুলি লেগেছে। তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। এখন সেখানেই চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, প্রতিপক্ষরা অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করতে আসলে নিলুফা এগিয়ে যায়। এসময় তাকে গুলি করা হয়।

গোগনগরের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নারী মেম্বার নাজমা বেগম বলেন, শুনেছি আমাদের একজন নারী সদস্য নিলুফা গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আওয়াল হোসেন বলেন, ঘটনা শুনে আমরা তার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা তাকে পাইনি। শুনেছি তার পায়ে গুলি লেগেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, শুনেছি জমি নিয়ে মারামারির ঘটনায় নিলুফা বেগম নামে একজন নারী সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম