শাহজাদপুরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেফতার
দেশীয় অস্ত্রসহ গেফতাররা
সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলার আসামি বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ মার্চ) ভোরে উপজেলার উল্টাডাব গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ওই গ্রামের রমজান সরকারের ছেলে আনোয়ার হোসেন (৫০) ও তার ছেলে কামরুল ইসলাম (২০), একই গ্রামের লিটন সরকারের ছেলে জাহিদ হোসেন (১৮) এবং কবিরুল ইসলাম (১৮)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রামদা, ফালা, ঢালসহ বিপুল পরিমাণ দেশীয়সহ চারজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ২ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৩ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৪ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’
- ৫ বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী পার্থ, মনোনয়ন প্রত্যাহার গোলাম নবীর