ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যাংক-পোস্ট অফিসে টাকা নিতে আসা বয়স্কদের টার্গেট করতো তারা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৬ মার্চ ২০২২

ব্যাংক কিংবা পোস্ট অফিসে টাকা তুলতে আসা বয়স্ক লোকদের টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো একটি চক্র। ১৭ বছর ধরে এভাবে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসা এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩ লাখ টাকা। চক্রের অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার দুইজন হলেন- খুলনার হরিণটানা উপজেলার গোলাডাঙ্গা গ্রামের ফারুক শেখ (৬১) ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্বকোলা গ্রামের মো. আলী (৪৬)।

বুধবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা।

তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি ফরিদপুরের কোতয়ালী থানার বিল মাহমুদপুর এলাকার মো. নজরুল ইসলাম তার প্রয়াত বাবার পেনশনের ২০ লাখ টাকা ডাকঘর থেকে তুলে সঞ্চয়পত্রে জমা রাখার উদ্দেশ্যে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখায় যান। সেখানে ব্যাংকের এক কর্মকর্তার সঙ্গে কথা বলার ফাঁকে তার টাকার ব্যাগটি চুরি হয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় কোতয়ালী থানায় মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান তথ্যপ্রযুক্তির সহায়তায় এই ঘটনায় তিন চোরকে শনাক্ত করেন। এরপর খুলনা থেকে মো. ফারুক শেখকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বরিশাল থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। চক্রের আরও দুই সদস্য এখনো পলাতক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা আরও বলেন, ব্যাংক কিংবা পোস্ট অফিসে টাকা তুলতে আসা বয়স্ক লোকদের টার্গেট করে দীর্ঘ ১৭ বছর ধরে চক্রটির সদস্যরা এভাবে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে গ্রেফতাররা স্বীকার করেছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস