গোয়ালঘরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ গরু-ছাগলের মৃত্যু
আগুনে পুড়ে যাওয়া গোলঘর
ফরিদপুরের মধুখালীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ইসলাম শেখ নামে এক কৃষকের সাত গরু-ছাগল পুড়ে মারা গেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইসলাম শেখ বলেন, ‘মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গোয়াল ঘরে হঠাৎ আগুন লাগে। আগুনে আমার দুটি গাভী ও পাঁচটি ছাগল পুড়ে মারা যায়। আরও দুটি গরু দগ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, আমি অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে সংসার চালাই। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কী করবো, কোথায় যাবো?
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো খবর পাইনি। তবে খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করবো।
এন কে বি নয়ন/এসজে/এএসএম