ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নারায়ণগঞ্জে আটা-ময়দার বাজারে

মোবাশ্বির শ্রাবণ | প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৬ মার্চ ২০২২

যুদ্ধ হচ্ছে দেশ ছাড়িয়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। কিন্তু সেই যুদ্ধের প্রভাব পড়েছে দেশের বাজারে। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও আটা-ময়দার বাজারে অস্থিরতা চলছে। খুচরা বাজারে প্রতি কেজি আটা-ময়দায় দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।

পাইকারি বাজারে প্রতি ৫০ কেজির বস্তাতে বেড়েছে ৩০০ থেকে ৪৫০ টাকা। দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও এখন আটা-ময়দার চাহিদা তুলনামূলক কম। তারপরও দাম বেড়েই চলছে।

শহরের প্রধান পাইকারি বাজার নিতাইগঞ্জ ঘুরে দেখা গেছে, ভালোমানের প্রতি ৫০ কেজি ওজনের আটার বস্তা বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকায়। যা গত মাসে বিক্রি হয়েছে এক হাজার ৩৫০ টাকায়।

jagonews24

একইভাবে প্রতি ৫০ কেজি ময়দার বস্তা বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ টাকায়। যা একমাস আগে বিক্রি হয়েছে দুই হাজার ১৫০ টাকায়। তবে নিম্নমানের আটা-ময়দা কিছুটা কমে বিক্রি হচ্ছে। কিন্তু সেটাও আগের চেয়ে বস্তাপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

শীতল ফ্লাওয়ার মিলসের ইনচার্জ তপন সাহা জাগো নিউজকে বলেন, ‘কিছুদিন আগেও ভালোমানের প্রতি ৫০ কেজি আটার বস্তা ১৩৫০ টাকায় বিক্রি হতো। সেটা এখন বেড়ে ১৬০০ টাকা থেকে ১৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। ভালোমানের প্রতি ৫০ কেজি ময়দার বস্তা বিক্রি হতো দুই হাজার টাকায়। এখন সেটা বিক্রি হচ্ছে ২৪০০ টাকা থেকে ২৪৫০ টাকায়।’

তিনি বলেন, ‘এই দাম হচ্ছে পাইকারি বাজারের। যারা খুচরা বিক্রি করেন তারা আরও বেশি দামে বিক্রি করছেন। সে হিসাবে কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা দাম বেড়েছে।’

‘একমাস আগেও প্রতি কেজি আটা-ময়দা ৩০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হতো। এখন সেটা ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে’, যোগ করেন শীতল ফ্লাওয়ার মিলসের ইনচার্জ তপন সাহা।

jagonews24

দাম বাড়ার কারণ জানতে চাইলে তপন সাহা বলেন, ‘রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা থেকে গম আসে আমাদের দেশে। বর্তমানে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধের কারণে দেশের বাইরে থেকে গম আসা বন্ধ রয়েছে। দেশ থেকে যে গম আসে সেটা দিয়ে আসলে চাহিদা পূরণ করা সম্ভব না। এভাবে চলতে থাকলে হয়তো দাম আরও বাড়তে পারে।’

রাসেল ট্রেডার্সের মালিক রাসেল হাওলাদার জাগো নিউজকে বলেন, ‘রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কারণে দেশের বাইরে থেকে গম আসা বন্ধ রয়েছে। এ কারণে আটা-ময়দার চাহিদা না থাকা সত্ত্বেও দাম বাড়তির দিকে রয়েছে। এভাবে চলতে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’

বহির্বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণেই মূলত আটা-ময়দার দাম বেড়েই চলছে বলে মন্তব্য করেন ব্যবসায়ী শংকর সাহা। তিনি জাগো নিউজকে বলেন, ‘আসলে আমাদের দেশে পরিকল্পনামাফিক কোনো কিছু হয়ে থাকে না। যে কারণে অনেক সময় আমরা পরিস্থিতি সামাল দিতে পারি না। এজন্যই কিছুদিন পরপর দেশের বাজারে অস্থিরতা বিরাজ করে।’

আটা, ময়দা ও গম ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জসিম উদ্দিন মৃধা জাগো নিউজকে বলেন, ‘আসলে আমাদের দেশে যে গম উৎপাদন হয় তা দিয়ে আমাদের চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব না। আমাদের বিশ্বের অন্যান্য দেশ থেকে গম আমদানি করে চলতে হয়। বর্তমানে গম উৎপাদনকারী দেশ থেকে গম আসা বন্ধ রয়েছে। আর এ কারণেই আটা-ময়দার দাম বাড়তির দিকে রয়েছে।’

jagonews24

নিতাইগঞ্জ খুচরা ও পাইকারি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদির বলেন, ‘পাইকারি ও খুচরা উভয় বাজারেই আটা-ময়দার দাম বাড়ছে। যুদ্ধের সুযোগ নিয়ে বড় বড় কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। তাদের ধরলেই সব ঠিক হয়ে যাবে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ জাগো নিউজকে বলেন, ‘দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা চেষ্টা করছি। কোনো অবৈধ মজুতদার আছে কি না, অবৈধভাবে কেউ অন্যায় করছে কি না, সে বিষয়ে আমরা একাধিকবার প্রস্তুতি সভা করেছি। নিতাইগঞ্জ বাজার-সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং করেছি। আমরা এ ব্যাপারে সচেতন আছি। আশা করি দাম নিয়ন্ত্রণে রাখতে পারবো।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম