ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-বিশনন্দী মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৬ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী বেইলি ব্রিজের দুই পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চালারচক থেকে জালাকান্দি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় এ যানজট দেখা দেয়।

বিভিন্ন পরিবহনের যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রামচন্দ্রদী বেইলি ব্রিজের দুপাশের যানজট নিরসনে সবসময় আনসার সদস্যরা কাজ করে থাকে। কিন্তু বুধবার সকাল থেকেই তাদের দেখা যাচ্ছে না। ফলে সকাল থেকেই যানজট শুরু হয়। সকাল গড়িয়ে দুপুর থেকে তা তীব্র আকার ধারণ করতে থাকে।

jagonews24

রাস্তায় দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কয়েকশ’ যানবাহনকে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে ছুটছেন।

আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিশনন্দী বাজারে বুধবার সাপ্তাহিক গরুর হাট এবং তিনদিনের সরকারি ছুটি একসঙ্গে হওয়ায় যাত্রী ও পরিবহনের চাপে যানজট দেখা দিয়েছে। তবে ধীরে ধীরে তা কমে আসছে। কিছুক্ষণ পর হয়তো যানজট থাকবে না।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম