ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়ে বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:০৮ এএম, ১৭ মার্চ ২০২২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেল চাপায় শফিজদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার হরিহরনগর গ্রামে। তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

বুধবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কানখরদি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জাগো নিউজকে জানান, দুদিন আগে একই উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামে মেয়ে জামাই আকতার মল্লিকের বাড়িতে বেড়াতে আসেন শফিজদ্দিন। বুধবার সন্ধ্যার পর কানখরদি বাসস্ট্যান্ড এলাকায় তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বৃদ্ধকে চাপা দেয়।

স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় শফিজদ্দিনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বোয়ালমারীর জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা গেছেন।’

এন কে বি নয়ন/এসআর/এএসএম