ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৭ মার্চ ২০২২

নারায়ণগঞ্জে তিন সদস্যের জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ভিপি কবির হোসেনকে। একই সঙ্গে সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটি ঘোষণা করেছেন।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি দলের সব আন্দোলনে জেলা যুবদল জোরালো ভূমিকা রাখবে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম