ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে পেপার মিলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৭ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিকস নামের একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজী ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রুপের সাতটি ইউনিট কাজ করে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, মিলের পার্শ্ববর্তী মাঠে নিয়মিত খেলাধুলা করি। শান ফেব্রিকসে হঠাৎ আগুন ধরে যায়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে।

রাশেদুল ইসলাম রাজু/এএইচ/জিকেএস/জেআইএম