ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যমুনায় গোসলে নেমে সাঁতার না জানা দুই ছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৮ মার্চ ২০২২

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে সনজিৎ কর্মকার (১৫) ও মো. সকাল (১৫) নামের দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে পৌর এলাকার যমুনা নদীর শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সনজিৎ কর্মকার পৌর এলাকার গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। সে জাহানারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। একই এলাকার কালু শেখের ছেলে সকাল। সে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জাানায়, ওই দুই ছাত্র দুপুরে যমুনা নদীর শ্মশান ঘাটে গোসল করতে নামে। সাঁতার না জানায় এক পর্যায়ে তারা দুজনই নদীতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করেও এখনো তাদের উদ্ধার করতে পারেননি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, রাজশাহী ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। তারা এলে ওই দুই ছাত্রকে উদ্ধারের কার্যক্রম শুরু হবে।

এসআর/এএসএম