ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিল্পী আক্তার (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার কাছিপাড়া গ্রামের দুলাল ফরাজীর স্ত্রী।
শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রলিটিতে আগুন দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ কাছিপাড়া থেক রিকশাযোগে বাহেরচর গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আসার আগেই ট্রলির চালক ও সহকারী পালিয়ে যান। এক পর্যায়ে বিক্ষুব্ধরা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আব্দুস সালাম আরিফ/এমআরআর/এএসএম