ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রত্যাশিত পর্যটকের দেখা মেলেনি রাঙ্গামাটিতে!

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৮ মার্চ ২০২২

টানা তিনদিনের ছুটিতেও প্রত্যাশিত পর্যটক দেখা মেলেনি রাঙ্গামাটিতে। যে হারে পর্যটক আসার প্রত্যাশা করেছিল পর্যটন ব্যবসায়ীরা, দেখা মেলেনি সেই পর্যটকের। পর্যটকের পদভারে মুখরিত থাকার কথা থাকলেও কাঙ্ক্ষিত পর্যটক না আসায় হতাশ পর্যটন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১৮ মার্চ) রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, রাঙ্গামাটি পার্ক, ডিসি বাংলো, আরণ্যক হলিডে রিসোর্টসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, অল্প কিছু পর্যটক এই স্পটগুলোতে স্পটে ঘুরে বেড়াচ্ছেন। মূলত যেসব পর্যটকরা বাসে করে জেলার বিভিন্ন জায়গা থেকে আসতেন তারা না আসায় অনেকটাই খালি পড়ে আছে পর্যটন স্পটগুলো।

পর্যটন বোটঘাটের ইজারাদার রমজান আলী বলেন, যে হারে পর্যটকের আশা করেছিলাম, পর্যটক তেমন একটা আসেননি। পর্যটন মৌসুমের শেষ এবং টানা তিনদিনের ছুটিতে প্রচুর পর্যটকের আশা করেছিলাম।

jagonews24

জানতে চাইলে পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন কান্তি বড়ুয়া বলেন, স্কুল-কলেজ খুলে দেওয়ার কারণে এখন অভিভাবকরা খুব একটা মুভমেন্ট করেন না, তাই পর্যটকের উপস্থিতি কমে গেছে।

তবে রাঙ্গামাটি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন সেলিম বললেন, রাঙ্গামাটিতে যে পর্যটকরা আসেন তার ২০ ভাগ হোটেলে থাকেন। বাকিরা দিনে এসে দিনেই চলে যান। সে হিসেবে শহরের ৫৩টি হোটেলের সবগুলো রুমই প্রায় বুকিং ছিল। বাসে করে যারা ঘুরতে আসেন তাদের সংখ্যা হয়তো কম ছিল।

jagonews24

এদিকে, রাজশাহী থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটক পারভীন আক্তার বলেন, করোনার কারণে দীর্ঘদিন কোথাও ঘুরতে যেতে পারিনি। টানা তিনদিন ছুটি পাওয়াতে পরিবার নিয়ে রাঙ্গামাটি বেড়াতে এসেছি। তবে এখানকার সৌন্দর্য দেখার পর অন্যান্য অসুবিধাগুলোর কথা ভুলে গিয়েছি।

নোয়াখালী থেকে আসা পর্যটক কাউসার আহম্মেদ বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে রাঙ্গামাটিতে এলাম। পলওয়ে পার্কে ঘুরলাম, এখন পর্যটন ঘুরছি। কিছুক্ষণ পর পেদা টিং টিং যাবো। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভালো লাগছে।

শংকর হোড়/এমআরআর/এএসএম